ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাগুরায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
মাগুরায় ২ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় দুই দিনব্যাপী উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।



মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি সৈয়দ রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট তানজিরা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে ও কৃষি অফিসার সুব্রত কুমার চক্রবর্তী।

মেলায় ১৩টি স্টলে সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকাণ্ড দর্শকদের সামনে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।