ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
নীলফামারীতে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীতে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।


 
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ও অধ্যক্ষ সুলতান আলী শাহ।
 
উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ২৭টি স্টল রয়েছে এ ডিজিটাল মেলায়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।