ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

একই নেটওয়ার্কে সব সরকারি অফিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫
একই নেটওয়ার্কে সব সরকারি অফিস

ঢাকা: সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাধ্যমে রাজধানীসহ দেশের সকল  বিভাগ, জেলা ও উপজেলার সরকারি অফিসসমূহ একই নেটওয়ার্কে আনা হয়েছে।  

মঙ্গলবার (২৩ জুন) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


 
`National Backbone Network of Bangladesh Government'  শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  বেগম ইসমত আরা সাদিক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, কেবিনেট সচিব মো. নজরুল ইসলাম, তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর সিকদার প্রমুখ।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা গভ. নেট প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।