নিজস্ব ক্রোম অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রিত যুগল নেটবুক প্রকাশ করেছে গুগল। নাম ক্রোমবুক।
ক্রোম অপারেটিং সিস্টেম নেটবুকগুলো ক্লাউড প্রযুক্তিনির্ভর। এর অর্থ কমপিউটারে প্রেরিত সব তথ্যই ভার্চুয়াল সার্ভারে সুরক্ষিত থাকবে। এটি লোকাল হার্ডডিস্কের তুলনায় অধিক নিরাপত্তা নিশ্চিত করবে।
গুগলের ভাষ্যমতে, এ নেটবুক ব্যবহারকারীদের কাজ দ্রুতগতিসম্পন্ন করবে। কারণ তাদের সার্ভার যে কোনো নেটবুক প্রসেসরের তুলনায় সুরক্ষিত ডাটা দ্রুত কাজের যোগ্য করতে পারদর্শী।
নেটবুক ব্যবহারকারীরা ক্রোমবুকের ব্যবহার শুরু মাত্রই এর অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। উল্লেখ্য, গুগল আনবে বুটিং টাইম চমক। মাত্র ৮ সেকেন্ডে এটি পুরো অপারেটিং সিস্টেম বুট করে নেটবুক কাজের জন্য প্রস্তুত হবে।
গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্জে ব্রিন জানান, কমপিউটার ব্যবহারের সার্বিক জটিলতা ব্যবহারকারীদের যন্ত্রণা বাড়িয়ে দেয়। এর মূল কারণ কৌশলগত ক্রুটি।
এক্ষেত্রে ক্রোমবুক এমন একটি মডেল যা সুপরিকল্পিতভাবে তৈরি। এখানে জটিলতা ছাড়াই ব্যবহারকারীরা ইচ্ছামতো কাজের সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়া ক্রোমবুকের অফিসিয়াল পৃষ্ঠায় অ্যান্টিভাইরাসের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট নিদের্শনা দেওয়া আছে। গুগল সূত্র জানিয়েছে, অত্যাধুনিক সংস্করণের অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রিত ‘ক্রোমবুক’ ব্যবহারকারীদের ঝামেলা অনেকটা প্রশমিত হবে।
বাংলাদেশ সময় ২২২৪ ঘণ্টা, মে ১৫, ২০১১