ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হ্যান্ডসেট সংগ্রহ করে দুস্থদের মাঝে বিলাবে গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
হ্যান্ডসেট সংগ্রহ করে দুস্থদের মাঝে বিলাবে গ্রামীণফোন ছবি : সংগৃহীত

ঢাকা: দেশজুড়ে সবার সঙ্গে পবিত্র রমজান এবং আসন্ন ঈদ-উল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে গ্রামীণফোন শুরু করলো ‘দেয়ারখুশি’ ক্যাম্পেইন।

এ ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোন তাদের গ্রাহক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট সংগ্রহ করবে এবং বিশ্বের সর্ববৃহৎ‍‍ উন্নয়নমূলক প্রতিষ্ঠান ব্র্যাকের সহায়তায় দেশের দুস্থ জনগোষ্ঠীর মাঝে দান করবে।



মঙ্গলবার (৩০ জুন) জিপিহাউজে এ উপলক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদেরকে তাদের পুরনো বা ব্যবহৃত ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট দেশজুড়ে অবস্থিত গ্রামীণফোন সেন্টারে দান করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

প্রাপ্ত প্রতিটি ডিভাইস গ্রামীণফোন মেরামত করে ব্র্যাকের কাছে তুলে দেবে। এই হ্যান্ডসেটগুলো পরবর্তীতে তরুণ ও উৎসাহী উদ্যোক্তা বা সমাজের অনুকরণীয় ব্যক্তিদেরকে উপহার হিসেবে দেওয়া হবে। আর সঙ্গে থাকছে এক বছরের ফ্রি ইন্টারনেট সাবস্ক্রিপশন।

প্রাথমিকভাবে গ্রামীণফোনের দেওয়া ৫০০ হ্যান্ডসেটের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হবে।

‘দেয়ারখুশি’ ক্যাম্পেইন সম্পর্কে গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং নেহাল আহমেদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন সেই সব মানুষকে সাহায্য করতে চায়, যারা নিজেরা হয়তো ইন্টারনেট উপযোগী হ্যান্ডসেট ব্যবহার করার সুযোগ পেতেন না।

মানুষের জীবন এবং সমাজে ইন্টারনেট অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ উৎসব উপলক্ষে আমাদের উদ্যোগটির মাধ্যমে সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরো এক ধাপ এগিয়ে যাবো আমরা।

এ উদ্ভাবনী ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিনিধি আহমেদ নাজমুল হোসেন বলেন, আমাদের বিশ্বাস, এই ইন্টারনেট ব্যবহারের উপযোগী হ্যান্ডসেটগুলো প্রাপকদের জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের ‘দেয়ারখুশি’ ক্যাম্পেইনটি সারা দেশজুড়ে ঈদ-উল ফিতর পর্যন্ত পরিচালিত হবে। গ্রাহকরা যেকোনো গ্রামীণফোন সেন্টারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের অনুলিপিসহ তাদের পুরনো ফোন দান করতে পারবেন।

এছাড়াও হ্যান্ডস্টে সংগ্রহের জন্য গ্রামীণফোনের প্রতিনিধিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানিক কার্যালয়ে যাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া। উচ্চমূল্যের হ্যান্ডসেট বাংলাদেশে ইন্টারনেটের সার্বজনীন ব্যবহার ব্যাহত করছে। আর এজন্য হ্যান্ডসেট সহজলভ্য করতে গ্রামীণফোন নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে।

‘দেয়ারখুশি’ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হচ্ছে দুস্থ জনগোষ্ঠীর মাঝে ইন্টানেটের সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।