এ মুহূর্তের সনি প্লেস্টেশন ভিডিও গেম নেটওয়ার্কের সমস্যা সমাধানে সনি জোড় পদক্ষেপ নিয়েছে। প্লেস্টেশনের সার্বিক দিকগুলো সংস্কার করে পুনরায় বাস্তবায়নের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি।
পুন:গঠিত গেমিং সেবাগুলো প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের জন্য কার্যকর হবে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল সনির প্লেস্টেশন থেকে কয়েক লাক ব্যবহারকারীর ব্যক্তিগত এবং ক্রেডিট কার্ডের তথ্য চুরি যাওয়ার ঘটনা প্রকাশ পায়। প্রায় তিন সপ্তাহ পর কর্তৃপক্ষের নতুন এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত হলো ভুক্তভোগীরা। ফলে হাতাশার বিপরীতে কিছুটা হলেও আস্থার জায়গা তৈরি হয়েছে।
সনির সূত্র মতে, এ মাসের শেষদিকে প্লেস্টেশনের কার্যক্রম পুরোপুরি শুরু হবে। অচিরেই জাপান এবং এশিয়ায় এ সেবা কার্যক্রম শুরু করার কথাও জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, মে ১৬, ২০১১