ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব

সাজেদা ‍সুইটি, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
মেলায় সাড়ে ৪ হাজারে ট্যাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে: মেলায় মাত্র সাড়ে চার হাজার টাকায় ট্যাব এনেছে ডিএক্সজেনারেশন-২০১১। সাত ইঞ্চি ডিসপ্লের ট্যাবটি রীতিমতো ‘মাছ বাজার স্টাইলে’ দর হাঁকিয়ে বিক্রি চলছে।

স্টলের এক কর্মীকে দেখা গেলো টুলে দাঁড়িয়ে দর হাঁকাচ্ছেন অনবরত। সামনে ভিড়ও বেশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হওয়া তিনদিনের ‘রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৫’তে মিলছে এ সুযোগ।

শুক্রবার (১৪ আগস্ট) মেলার দ্বিতীয়দিনে তিন নম্বর স্টলের ডিএক্সজেনারেশন-২০১১ দাবি করছে, এটি মেলার সবচেয়ে কম দামে লোভনীয় অফার।

কর্মকর্তারা জানাচ্ছেন, ট্যাবটিতে কোয়াড কোর ওয়ান পয়েন্ট থ্রি জিএইচটু প্রসেসর, ৠাম ৫১২ মেগাবাইট, ইন্টারনাল মেমোরি গিগাবাইট, যা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়নো যাবে।

এতে রয়েছে ডুয়েল ক্যামেরা, অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়েছে কিটক্যাট ৪.৪ ভার্সন, ৫ ঘণ্টার পাওয়ার ব্যাকআপ ব্যাটারি।

এর বাজার মূল্য ৫ হাজার ২শ টাকা ছিল, যা মেলা উপলক্ষে সাড়ে চার হাজারে নামিয়ে আনা হয়েছে।

এছাড়াও স্টলটিতে সাড়ে ৫ হাজার ও সাড়ে ৭ হাজার মূল্যের ট্যাব বিক্রি হচ্ছে।

যোগাযোগ: মহাখালী ও বসুন্ধরা সিটিতে এর শো-রুম রয়েছে। ০১৭৬০৫১৮৫৮৮, ০১৭৪০৯৬৪৮৩১- ফোন নম্বরগুলোতেও যোগাযোগ করা যাবে।    

বৃহস্পতিবার দুপুরে এ মেলায়  উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটি চতুর্থ আয়োজন।

এতে একটি মেগা-প্যাভিলিয়ন, ১৩টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন এবং ১০টি স্টল রয়েছে। যার যার সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস নিয়ে অংশ নিয়েছে স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপো, হুয়াওয়ে, ম্যাক্সিমাস, সনি, ৠাংস, এলিট, অসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, কন্টিগো, শাওমি, জিওনি, ওয়ানপ্লাস, এইচটিএস, এডাটা, এইচপিএস, গেজেট গ্যাং সেভেন, মিউজু, আইনল, ডিএক্স জেনারেশন প্রভৃতি ব্র্যান্ড। ১৫ আগস্ট পর্যন্ত মেলার প্রদর্শনী ও বিক্রি চলবে।

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। জাতীয় শোক দিবস উপলক্ষে মেলায় বিশেষ একটি প্যাভিলিয়ন রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এসকেএস/এএ

** স্টাইলাস ব্র্যান্ডের হ্যান্ডসেট নিয়ে মেলায় এসিআই
** ওকাপিয়া’র ফোন-ট্যাবে পাওয়ার ব্যাংক ফ্রি
** প্রথমবারের মতো ‘ওয়ানপ্লাস টু’ আনলো ডিএক্স জেনারেশন
** বৃষ্টিভেজা সকালে মেলার শুরুতেই লম্বা লাইন
** স্মার্টফোন মেলার আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন
** বিক্রির শীর্ষে সিম্ফনি এক্সপ্লোরার পি৬
** মেলায় মোবাইল কিনে সিঙ্গাপুর!
** প্রথম দিনেই জমজমাট রবির স্মার্টফোন-ট্যাব মেলা
** প্রযুক্তি উন্নয়নে বাংলাদেশ একটি মডেল
** রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর পর্দা উঠলো

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।