বাংলাসহ ১১টি নতুন ভাষায় ইন্টারনেট এক্সপ্লোরার-৯ বাজারজাত শুরু করেছে মাইক্রোসফট করপোরেশন। বাংলা ভাষা ছাড়া অন্য ভাষাগুলো হচ্ছে আসামি, গুজরাটি, কানাড়া, কোঙ্কানি, মালায়াম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল ও তেলেগু।
তবে ভারতীয় উপমহাদেশে জন্য মাইক্রোসফটের এটিই প্রথম উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরে মাইক্রোসফট ভারতীয় বিভিন্ন ভাষায় ফনেটিক কিবোর্ড, ইমেইল এবং দ্রুত বার্তা বিনিময় সুবিদা দিয়ে আসছে।
ইন্টারনেট এক্সপ্লোরার৯ এর নতুন এ সংস্করণ উপমহাদেশে মাইক্রোসফটের সুনাম আরও বাড়িয়ে তুলবে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আশা করছেন।
বাংলাদেশ সময় ১৯১০ ঘণ্টা, মে ৩১, ২০১১