ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের ঘরে তোশিবার ‘থ্রাইভ’ ঝড়!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ৩, ২০১১
অ্যাপলের ঘরে তোশিবার ‘থ্রাইভ’ ঝড়!

বিশ্বজুড়ে যেন চলছে ট্যাবলেট পিসির উন্মাদনা। সে তালে আরও খানিকটা ঘি ঢাললো তোশিবা।

‘থ্রাইভ’ নামে সাশ্রয়ী এবং অভিনব ট্যাবলেট পিসি উদ্ভাবন করেছে এ নির্মাতা। সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে বাজার দরদামে অ্যাপলের তুলনায় অনেকটাই এগিয়ে গেছে তোশিবা। এখন শুধু বাকি সুনাম আর জনপ্রিয়তার পুঁজি।

জাপানের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা তোশিবা এবার আইপ্যাডটু এর চেয়ে তুলনামূলক কমদামে (৪২৯ ডলার) বিশ্ব বাজারে ট্যাবলেট পিসি বিপণনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

নির্মাতা সূত্র মতে, আগামী ১০ জুলাই যুক্তরাষ্ট্রের বাজারে এ ট্যাবলেট পণ্যটি প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করবে।

এ মডেলের কারিগরি বৈশিষ্ট্যেয় ওয়াইফাই এবং ঘরোয়া ভোক্তাদের সব ধরনের সুবিধার কথা নিশ্চিত করা হয়েছে।

অ্যাপলের ট্যাবলেট পণ্যকেন্দ্রিক আকাশচুম্বি সাফল্য অন্য সব সেরা নির্মাতাদের ঘুম হারাম করে দিয়েছে। আর সম্ভাবনাময় এ পণ্যের বাজারে তাৎক্ষণিক প্রবেশের ইন্ধনও যুগিয়েছে।

এ ধারায় এরই মধ্যে স্যামসাং উদ্ভাবন করেছে গ্যালাক্সি আর সনি বানিয়েছে দুটি আধুনিক ট্যাবলেট পিসি।

নির্মাতা তোশিবা সূত্র জানিয়েছে, অ্যাপল ট্যাবলেট পণ্যের পথপ্রর্দশক। আর বাজার সম্প্রসারণকারীও। তবে এ বাজারটা অন্যদের জন্যও অনুকরণযোগ্য।

যুক্তরাষ্ট্র তোশিবার মূখপাত্র জেফ বার্নি জানান, অ্যাপল বিমুখ গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুযোগ। অ্যাপল ট্যাবলেট পণ্যের সব ধরনের সুযোগা পাওয়া যাবে থ্রাইভে। আর দামও তুলনামূলক অনেক কম।

এ মুহূর্তে নতুন ‘থ্রাইভ’ নামে ট্যাবলেট পণ্যটি নিয়ে জাপানভিত্তিক এ প্রতিষ্ঠান এখন বিশ্ব বাজারে তাদের বৈরী পরিস্থিতি সামাল দিতে দৃঢ়প্রতিজ্ঞ। এ পণ্যের বাজার জনপ্রিয়তা জানতে সংশ্লিষ্ট সবাইকে উন্মোচনের দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।

বাংলাদেশ সময় ২০০৮ ঘণ্টা, জুন ৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।