ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল সিমের কর কমানোর প্রস্তাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুন ৯, ২০১১
মোবাইল সিমের কর কমানোর প্রস্তাব

ঢাকা : বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর নির্ধারিত কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া দেশীয় শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বেশ কয়েকটি পণ্যের ওপর থেকে মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।


 
সিম কার্ডের ওপর নির্ধারিত ৮০০ টাকা কর কমিয়ে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

পরিবেশ রক্ষার স্বার্থে কাঠের বিকল্প হিসেবে ব্যবহৃত পার্টকেল ও সমজাতীয় বোর্ডের বিদ্যমান ৫ শতাংশ সম্পূরক কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পেইন্টস এর সম্পুরক শুল্ক ৫ শতাংশ হ্রাস করা হয়েছে।

উৎপাদন পর্যায়ে কংক্রিট রেডিমিক্স, হলো কংক্রিট ব্লক- এর সম্পুরক শুল্ক প্রত্যাহার, প্লাস্টিকের তৈরি রান্নাঘরের ব্যবহার্য তৈজসপত্রের সম্পুরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

১০০ টাকার মূল্যমান পর্যন্ত (প্রতি কিলোগ্রাম) হাতে তৈরি বিস্কুট ও কেকের ওপর উৎপাদন পর্যায়ে প্রযোজ্য মুসক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।