মাইক্রোসফটকে ২৯ কোটি ডলারের জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত। আইফোরআই প্রতিষ্ঠানের পেটেন্ট মামলায় হেরে যাওয়ায় মাইক্রোসফটকে এ অর্থ জরিমানা করা হয়।
মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন ২০০৭ সংস্করণে ‘টেক্সট টুলস’ অনুকরণ করায় আইফোরআই যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতে মামলা করে।
উল্লেখ্য, এ টুলসটি ডকুমেন্ট তৈরিতে বিশেষ সহায়ক। ওয়ার্ড২০০৩ এবং ওয়ার্ড২০০৭ সংস্করণে এ টুলসটির হুবহু অনুকরণ করে মাইক্রোসফট।
বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠানের বিপক্ষে এ রায়কে সংশ্লিষ্টরা স্বাগত জানিয়েছে। এটা একটা উদারহরণযোগ্য দৃষ্টান্ত বলেও বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন।
শুধু বড় অঙ্কের জরিমানা নয়, ডকুমেন্ট ওয়ার্ড ব্যবস্থাপনায় এ টুলসটি বিক্রি বন্ধে মাইক্রোসফটকে নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই এ মামলা ঝুলে থাকলেও এ রায় পেটেন্ট শিল্পকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেল। ফলে পেটেন্ট মামলায় অভিযুক্তরা খুব সহজেই মুক্তি পাবে না তার একটা নজির স্থাপিত হলো।
বাংলাদেশ সময় ২০৪৯ ঘণ্টা, জুন ১২, ২০১১