আগামী ১৯ জুন থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ কমসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজের একটি জনপ্রিয় মাধ্যম ডাটা অ্যান্ট্রি ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)।
এ প্রশিণ প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে মোট পাঁচ দিন অনুষ্ঠিত হবে। সকাল ও বিকেলের দুটি ব্যাচে নিবন্ধিতদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এতে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল অ্যাডসেন্স ও এফিলিয়েটিং মার্কেটিং, লিঙ্ক ইন্ডেক্সিং, সোশ্যাল বুক মার্কিং এবং ফোরাম পোস্টিং বিষয়ে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এছাড়াও কাজ পাওয়ার পদ্ধতি, বিডিং এবং পেমেন্ট সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিণার্থীদের ডাটা অ্যান্ট্রি প্রকল্পে কাজের বাস্তবিক ধারণা দেওয়া হবে। অনুসন্ধানে বিডিওএসএন। হ্যালো: ০১১৯১ ৩৮৫৫৫১।
বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, জুন ১৩, ২০১১