ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শ্রীপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি শুরু

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
শ্রীপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি শুরু

গাজীপুর: শ্রীপুরে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল এ কর্মসূচির উদ্বোধন করেন।



এসময় কিতাব আলী প্লাজায় গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে তার নামে নিবন্ধন করে সিম কেনার মধ্য দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি কার্যক্রমের উদ্ভোধন করেন আব্দুল জলিল।

উদ্বোধনী অনুষ্ঠানে মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম রতন, গ্রামীণফোনের ডিস্টিবিউশন অপারেশন ম্যানেজার সোহেল রানা, টেরিটরি অফিসার আরিফুল ইসলাম, শ্রমিকলীগ নেতা লিটন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।