ঢাকা: বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও এর আশপাশের জেলার গুরুত্বপূর্ণ ও জরুরি সব ফোন নম্বর নিয়ে যাত্রা শুরু করলো ‘সিটিজি ইমার্জেন্সি’ (CTG Emergency App) নামে একটি মোবাইল অ্যাপ।
অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিগবাজার লিমিটেড জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটনসহ জেলার সব থানার পাশাপাশি র্যাব, হাসপাতাল-ক্লিনিক, ফায়ার সার্ভিস, ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, বাস-ট্রেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফোন নম্বর যুক্ত হয়েছে ‘সিটিজি ইমার্জেন্সি’তে। এছাড়া এয়ারপোর্ট-এয়ারলাইন্স, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বন্দর, সিডিএ, হোটেল-রেস্তোঁরা, মার্কেটের ফোন নম্বরও রয়েছে অ্যাপটিতে।
মোট ২৬টি ক্যাটাগরির এ অ্যাপে রয়েছে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির গুরুত্বপূর্ণ সব নম্বর।
প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডেইজি হ্যামিলটন বলেন, চট্টগ্রামে অর্ধকোটিরও বেশি মানুষ রয়েছেন। তাদের জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ নম্বরগুলো একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যই আমাদের এ উদ্যোগ। আশা করি অ্যাপটি সবার কাজে লাগবে।
প্রতিষ্ঠানটির কনটেন্ট ডেভেলপমেন্ট ম্যানেজার ফারজানা মৌ বলেন, চট্টগ্রামের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই অত্যন্ত কষ্টসাধ্য এ কাজটি করেছে আমাদের প্রতিষ্ঠান। ফোন নম্বরে কিছু ভুল থাকতে পারে। তবে ব্যবহারকারী তথা চট্টগ্রামবাসী যদি সঠিক নম্বর দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা নিয়মিত তা আপডেট করবো।
অ্যাপটি শিগগিরই অ্যাপল প্লেস্টোরেও উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।
অ্যাপটি ডাউনলোডের লিঙ্ক: https://play.google.com/store/apps/details?id=digbazar.com.ctg.emergency
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
জেডএস