ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে কমপিউটার প্রদর্শনী চলছে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০

শুক্রবার ৬ আগস্ট চট্টগ্রামে শুরু হয়েছে কমপিউটার ও মোবাইল প্রদর্শনী। ভেন্যু চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত ইউনেসকো সিটি সেন্টার।

এ প্রযুক্তিকেন্দ্রিক প্রদর্শনী শেষ হবে বুধবার।

শুক্রবার বিকাল সাড়ে চারটায় প্রদর্শনী সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলছে। প্রবেশ করা যাবে বিনামূল্যে। প্রদর্শনীর পৃষ্ঠপোষক কমপিউটার সোর্স। আয়োজক চট্টগ্রামের কমপিউটার ব্যবসায়ী সমিতি।

এবারের প্রদর্শনীতে স্যামসাং, এইচপি, অ্যাসার, সনি, ফুজিৎসু, ডেল ছাড়াও স্বনামধন্য ব্র্র্যান্ডগুলো তাদের তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক পণ্য প্রদর্শন করছে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনীজুড়ে থাকছে অফার, লটারি কুপন আর মূল্যছাড়ের ব্যবস্থা।   সঙ্গে থাকবে তাৎক্ষণিক মোবাইল সার্ভিসিং সুবিধা।
 
বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।