ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের অম্বিকা ময়দানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জামিল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, প্রফেসর মোহম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কামরুজ্জামান সেলিম, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহিন, মনদীপ ঘরাই, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।
 
মেলায় নাগরিক সেবায় উদ্ভাবন, শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার, ই-কমার্সের প্রচারসহ তথ্যপ্রযুক্তির বহুমুখী ব্যবহারের বাস্তব প্রয়োগ সম্পর্কিত ২৮টি স্টল রয়েছে। এসব স্টল প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।