ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে টপকে আর্থিক দিক দিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে অ্যালফাবেটের প্যারেন্ট কোম্পানি সার্চইঞ্জিন জায়ান্ট গুগল। সবশেষ প্রকাশিত আর্থিক রিপোর্ট এমনটাই বলছে।
রির্পোটে বলা হয়, গুগলের বর্তমান সম্পদের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫৬৮ বিলিয়ন ডলার (৫৬ হাজার ৮শ’ কোটি)। যেখানে অ্যাপলের সম্পদ মূল্য ৫৩৫ বিলিয়ন ডলার (৫৩ হাজার ৫শ’ কোটি)।
এর মাধ্যমে প্রথমবারের মতো আলাদাভাবে গুগলের মুনাফার তথ্য প্রকাশ করলো অ্যালফাবেট।
গত বছরের চর্তুথ প্রান্তিকে গুগলের মুনাফা হয়েছে ৪.৯ বিলিয়ান ডলার (৪৯০ কোটি)। এর আগের বছর মুনাফার পরিমাণ ছিল ৪.৭ বিলিয়ন ডলার (৪৭০ কোটি)।
আর মুনাফার খবর বাজারে ছড়িয়ে পড়ায় পুঁজিবাজারে গুগলের শেয়ারের মূল্য ৯ শতাংশ বেড়ে যায়।
এদিকে অনলাইন বিজ্ঞাপন বেড়ে যাওয়ায় গুগলের পরিচালন মুনাফা বেড়েছে। বিষয়টি মোবাইল বিজ্ঞাপনে গুগলের এগিয়ে যাওয়ার লক্ষণ হিসেবে দেখছেন মিজুহু সিকিউরিটির গবেষণা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক নেইল দোশি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
জেডএস/