ঢাকা: মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের স্টার গ্রাহকরা এখন থেকে অনলাইন শপ চালডালডটকম থেকে কেনাকাটা করলে ৪ শতাংশ ছাড় পাবেন।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) গ্রামীণফোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর বারিধারায় গ্রামীণফোনের হেড অফিসে চালডালডটকমের সঙ্গে গ্রামীণফোনের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজওয়ান মো. চৌধুরী ও চালডালডটকমের সিইও ওয়াসিম আলীম।
অনুষ্ঠানে রেজওয়ান মো. চৌধুরী বলেন, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে গ্রামীণফোন চালডালডটকমের সঙ্গে এ সিদ্ধান্তে এসেছে। এর মাধ্যমে গ্রামীণফোন স্টার গ্রাহকরা কম মূল্যে ই-কমার্স এর সুফল ভোগ করতে পারবেন।
চালডালডটকমের সিইও ওয়াসিম আলীম বলেন, মানুষের নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই পাওয়া যাবে চালডালডটকমে। সেই সঙ্গে ক্রেতারা অর্ডার দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাদের পণ্য পেয়ে যাবেন।
হোম ডেলিভারিতে কোনো সার্ভিস চার্জ নেই বলেও জানান তিনি।
অফারটি শুধুমাত্র কো-ব্র্যান্ডেড ল্যান্ডিং পেজ (www.chaldal.com/grameenphone) এ প্রবেশ করে উপভোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএইচএস/জেডএস