ঢাকা: কম মূল্যে দেশের সব জনগণের হাতে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বাংলাদেশে একটি মোবাইল কারখানা স্থাপন করে স্বল্প মূল্যের স্মার্টফোন তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কথাও বলেছেন প্রতিমন্ত্রী।
একটি প্রকল্পের আওতায় গরীব মানুষের হাতে হাতে কিস্তিতে দ্রুত স্মার্টফোন পৌঁছে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তার।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সর্বদা গ্রাহক সেবা ও সন্তুষ্টির জন্য কাজ করছে। এজন্য আমরা এখন দেশের সব জনগণের হাতে হাতে কম মূল্যে আধুনিক প্রযুক্তির মানসম্পন্ন স্মার্টফোন ও উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ করে চলেছি।
‘সে লক্ষ্যে আমি এরিকসন কোম্পানির সঙ্গে কথা বলেছি। তারা আমাদের দেশে একটি মোবাইল ও চিপ তৈরির কারখানা খুলতে আগ্রহী, যেখান থেকে আমাদের দেশের চাহিদা অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন করতে পারবে এবং দেশের ছেলেমেয়েদের কর্মসংস্থানও সৃষ্টি হবে। ’
স্মার্টফোন সহজলভ্য করতে নিজের পরিকল্পনা ব্যক্ত করে তারানা হালিম লিখেছেন, আমরা আমাদের দেশীয় ওয়ালটন, সিম্ফনি ও অন্যান্য কোম্পানিগুলোর সঙ্গেও কথা বলছি এবং কিভাবে সহজভাবে প্রান্তিক পর্যায়ে সবার হাতে হাতে কম মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে কাজ করে চলেছি।
‘পাশাপাশি গরীব ও আর্থিকভাবে অস্বচ্ছল ব্যক্তিদের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার জন্য আমরা কিস্তিতে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আশা করছি খুব শিগগিরই শুরু করতে পারবো। পাশাপাশি আমাদের দেশীয় কোম্পানি টেলিটকের মাধ্যমে স্মার্টফোন ও থ্রিজি সেবা একসঙ্গে দেবার সেবাও শিগগিরই চালু করবো। ’
‘কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্প বাস্তবায়নে ফেসবুক পেজে সবার পরামর্শ ও মতামত চেয়েছেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এমআইএইচ/এসএইচ