রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে রাজশাহী কলেজ মিলনায়তনে বিজ্ঞান সপ্তাহ ও মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন হচ্ছে এবার।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় রাজশাহী জেলার ২৫টি স্কুল কলেজের ৩০টি স্টল রয়েছে। মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসএস/এমজেএফ