গুগল উদ্ভাবিত ক্রোম ব্রাউজারে অচিরেই মিলবে সামাজিক গেমের দর্শন। গুগল এ খাতের মানোন্নয়নে ১০ থেকে ২০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
উল্লেখ্য, দু মাস আগে এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক গেম ‘ফার্মভিল’ এর নব্য সংস্করণ তৈরিতে বিনিয়োগ করেছে গুগল। ঘটনার সূত্রপাত্র এখান থেকেই। গত মে থেকে গুগল গেমশিল্পে চমক নিয়ে আসছে এমন খবর আলোচনায় ছিল। কিন্তু এ আলোচনা বাস্তবায়নে গুগল ঠিকই কাজ চালিয়ে যাচ্ছিল।
এ বছরে গুগল নিজস্ব শক্তিশালী সার্ভার (তথ্য ব্যবস্থাপনা কেন্দ্র) স্থাপন করে। বড় কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই এটি করা হয়েছে বলে বিশেষজ্ঞেরা সন্দেহ করেছিলেন। এখন তা বাস্তব। গুগল আসছে সামাজিক গেমের বর্ণিল ভুবন নিয়ে। গুগলের পণ্য ব্যবস্থাপক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এরই মধ্যে এ খবরে গুগলপ্রেমীদের উদ্দীপনা অন্তহীন। বিশ্বের অনেক গেমপ্রেমীই এখন অধীর আগ্রহে গুগলের সামাজিক গেম দর্শনের অপেক্ষায় আছেন।
বাংলাদেশ সময় ২১৫৮ ঘণ্টা, জুন ২৭, ২০১১