আগামী রোববার থেকে কমে আসছে দেশের আভ্যন্তরীণ মোবাইল ফোনের এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) চার্জ। আগের ঘোষণা অনুযায়ী প্রতিটি মোবাইল বার্তায় খরচ হবে ৫০ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক মোবাইল এসএমএস চার্জও কমে আসছে। দেশের আভ্যন্তরে সর্বোচ্চ খরচ ৫০ পয়সা এবং আন্তর্জাতিক পরিসরে আড়াই টাকা নির্ধারণ করা হয়েছে।
২৯ জুলাই বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, গত ৪ আগস্ট বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) দেশের মোবাইল অপারেটরগুলোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বোচ্চ ১০ দিন সময় দেয়।
বিটিআরসি সূত্রে জানা গেছে, ভ্যালু অ্যাডেড সার্ভিস এর এসএমএস চার্জ দুই টাকার বেশি ধার্য করা যাবে না। ফলে দেশের কোটি কোটি মোবাইল ফোন ব্যবহারকারী অচিরেই স্বল্প খরচে মোবাইল বার্তা উপভোগ করার সুযোগ পেতে যাচ্ছেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০