ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এটুআই এর উদ্যোগে পলিসি ডায়লগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এটুআই এর উদ্যোগে পলিসি ডায়লগ

তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) বিভিন্ন কার্যক্রম, উদ্ভাবন ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য জোরদার করা হয়েছে সাউথ-সাউথ ও ট্রায়াঙ্গুলার কো-অপারেশন যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নতুন দ্বার উন্মোচনের সুযোগ সৃষ্টি করবে।



রোববার (২৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রোগ্রামের উদ্যোগে ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ফর পাবলিক সার্ভিস ইনোভেশন’ শীর্ষক পলিসি ডায়ালগে বক্তারা এসব বলেন।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর পলিন ট্যামেসিস, ইউএসএইড বাংলাদেশ-এর ডেমোক্রেসি এন্ড গভর্নেন্স অফিস এর ডেপুটি ডিরেক্টর জ্যাসন স্মিথ, ইউনাইটেড ন্যাশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিকস এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স-এর সিনিয়র ইন্টার-রিজিওনাল এডভাইজার রিচার্ড কার্বে।

সভায় স্বাগত বক্তব্য ও “সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন ফর পাবলিক সার্ভিস ইনোভেশন’ শীর্ষক উপস্থাপনা  তুলে ধরেন এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

জানানো হয়, সাউথ সাউথ কো-অপারেশন জোরদারের লক্ষ্যে গত বছর জিটুজি’র আওতায় মালদ্বীপ সরকারের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের চুক্তি সাক্ষরিত হয়। এর ফলে মালদ্বীপ সরকার বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিজিটাল মালদ্বীপ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। ভুটান, সেসালস, মঙ্গোলিয়া ও মায়ানমার সরকার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের মডেল ও অভিজ্ঞতা তাদের দেশে বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে।

আয়োজকরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশের এ সফল অভিজ্ঞতা অন্যান্য রাষ্ট্রেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন যাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

এ আয়োজনের মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের বিভিন্ন অভিজ্ঞতা অন্যান্য উন্নয়নশীল দেশের নিকট তুলে ধরা। পাশাপাশি উন্নত দেশের অভিজ্ঞতা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজে লাগানো এবং নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন এবং পার্টনারশীপ জোরদার করা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মান্যবর রাষ্ট্রদূত পিয়েরে মায়ূদন, বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকা-এর মান্যবর হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকারা, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপ-এর মান্যবর হাইকমিশনার ড. মোহাম্মেদ অসীম, বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার -এর মান্যবর রাষ্ট্রদূত আন সিয়ং ডু সহ অনেকে।

উল্লেখ্য, রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে এটুআই এর বিভিন্ন উদ্যোগের মধ্যে ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম, সেবা পদ্ধতি সহজীকরন, জাতীয় তথ্য বাতায়ন ও ইনোভেশন ফান্ড উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।