ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪০ হাজার টাকায় কোরআই ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
৪০ হাজার টাকায় কোরআই ল্যাপটপ

আসুস ব্র্যান্ডের আলোচিত ‘এ৫২এফ’ মডেলের ল্যাপটপ এখন দেশের প্রযুক্তি বাজারে পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের বৈশিষ্ট্য ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আইথ্রি প্রসেসর, ইন্টেল এইচএম৫৫ এক্সপ্রেস চিপসেট, ২ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টেল জিএমএ এইচডি ভিজিএ এবং মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

আরও থাকছে থ্রিডি অডিও, ওয়েবক্যাম, মেমোরি কার্ড রিডার, ৩টি ২.০ ইউএসবি পোর্ট, ১টি এইচডিএমআই, ১টি ভিজিএ পোর্ট, ব্লুটুথ, স্পিকার এবং মাইক্রোফোন।

বিশেষ ফিচারের মধ্যে আছে আসুস পাওয়ারফোর গিয়ার এবং পামপ্রুফ প্রযুক্তি। এ প্রযুক্তির মাধ্যমে টাচপ্যাডকে ডিজেবল রেখে নির্বিঘেœ ও নিখুঁতভাবে টাইপ করা যায়। ওজন ২.৬২ কেজি।

এ মুহূর্তে দাম ৪০ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩ ২৫৭৯৪২, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২০২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।