ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বুটক্যাম্প পর্ব সমাপ্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বুটক্যাম্প পর্ব সমাপ্তি

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে দ্বিতীয়বার আয়োজন করছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ এই হ্যাকাথন প্রতিযোগিতা বিশ্বের অনেক দেশে আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে বড় পরিসরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতা উপলক্ষে আঞ্চলিক বুটক্যাম্পের ধারাবাহিকতায় সোমবার (১১ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে রাজশাহী অঞ্চলের প্রতিযোগিদের নিয়ে ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই বুটক্যাম্প অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আঞ্চলিক বুটক্যাম্পগুলো সম্পন্ন হলো।

বেসিসের পরিচালক এবং বেসিস স্টুডেন্টস ফোরাম ও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর আহ্বায়ক আরিফুল হাসান অপু এতে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় হাতে কলমে উপস্থাপন করেন এবং বিস্তারিত ধারণা দেন।

রাজশাহী অঞ্চলের এই ক্যাম্পে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ৪০টি দল অংশ নেয়।

অন্যান্যদের মধ্যে এতে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক কাজী মাহমুদুল হাসান মুন্না, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সোহান রিদওয়ান, অ্যান্ড্রয়েড ডেভেলপার আজমল এইচ পলাশ ও গ্রাফিক্স ডিজাইনার নাহিদ হোসেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এই আয়োজন প্রত্যক্ষভাবে দেখতে বাংলাদেশে আসবেন নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতার কর্মকর্তারা।

বেসিসের এ আয়োজনে সহযোগিতা করছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউডক্যাম্প বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। অ্যাকাডেমিক পার্টনার হিসেবে থাকছে রাজশাহী ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।