বর্তমানে স্কাইপির ভিডিও চ্যাটিং সেবা স্বল্প সংখ্যক হ্যান্ডসেটে চালু রয়েছে। সেই সূত্রে স্কাইপি এ সেবার নতুন সংস্করণ উন্মুক্তের কথা জানিয়েছেন।
বহুবিস্তৃত অত্যাধুনিক প্রযুক্তির থ্রিজি এবং সুলভ মূল্যের ওয়াইফাই রাউটার স্কাইপির ভিডিও কলিং সেবাকে জনপ্রিয় করে তুলেছে। বহুসংখ্যক অ্যাপলিকেশন তৈরিতে এ প্রযুক্তির অবদানই মুখ্য। যার মধ্যে আছে ‘ফ্রিং’ অ্যাপলিকেশন। যেটি লক্ষাধিক ব্যবহারকারী খুব অল্প সময়ে সংগ্রহ করতে পেরেছে। উল্লেখ্য, প্রতিযোগিতার সারিতে স্থান করতেই স্কাইপি এ মুহূর্তে নতুন সংস্করণ ২.০ প্রকাশ করেছে। যেটি অ্যান্ড্রুয়েডভিত্তিক মোবাইল ফোনে ভিডিও চ্যাটিং এর উপযোগী।
এ মুহূর্তে স্কাইপি ২.০ সংস্করণ শুধু অ্যান্ড্রুয়েড ২.৩ সংস্করণের জিঙ্গারবোর্ড পণ্যগুলোতে কাজ করবে। এ পণ্যের সম্মুখভাগে যুক্ত থাকবে ক্যামেরা। এ সেবার উপযুক্ত পণ্যের তালিকায় আছে এইচটিসি ডিজাইআর এস, সনি এরিকসন এক্সপেনিয়া নিও, সনি এরিকসন এক্সপেনিয়া প্রো, এবং গুগল নেক্সাস এস। প্রতিষ্ঠানটি এছাড়াও পণ্যটির কভার সিস্টেম করতে কাজ করছে। এ মুহূর্তে যেটি বাজারে চলমান।
এ অ্যাপলিকেশনটি ওয়াইফাই এবং থ্রিজি প্রযুক্তিতে কাজ করবে। স্কাইপি সূত্র মতে, এটি পিসি থেকে মোবাইল ফোনে ব্যবহারযোগ্য। যা প্রতিযোগিতার সর্বত্রে প্রভাব বিস্তারে সাহায্য করবে স্কাইপিকে। তথ্য সূত্রে, এ অ্যাপলিকেশনের আরও ফিচার পরিপূর্ণভাবে ‘ইউআই’ মাধ্যমে পুন:গঠন হচ্ছে।
তাই চমকপ্রদ সেবাটি উপভোগ করতে আপনার ব্যবহৃত জিঙ্গারবোর্ড ডিভাইসে স্কাইপি ২.০ ডাউনলোড করে নিতে পারেন।