ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের নাদির বিন আলীকে অ্যাওয়ার্ড দিচ্ছে গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বাংলাদেশের নাদির বিন আলীকে অ্যাওয়ার্ড দিচ্ছে গুগল

নাদির বিন আলী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-পরিচালক(আইটি), পাশাপাশি গুগল এডুকেটর গ্রুপ(জিইজি) বাংলাদেশ এবং জিইজি ঢাকা সাউথের নেতা।

গত এক বছর যাবত বাংলাদেশে গুগল এডুকেটর গ্রুপের কার্যক্রমকে বেগবান করার মাধ্যমে কমিউনিটির পেশাগত উন্নয়নে তার অবদান অপরিসীম।

যার স্বীকৃতিস্বরুপ বিশ্বখ্যাত এডুকেটর সম্প্রদায় ‘গুগল এডুকেটর গ্রুপ (জিইজি)’ তাকে ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘বেস্ট জিইজি লিডার অ্যাওয়ার্ড ২০১৫’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানান, আগামী ১ জুন সিংগাপুরে অনুষ্ঠিতব্য ‘জিইজি টপ লিডারস্ সামিটে’ গুগল কর্তৃপক্ষ অ্যাওয়ার্ড প্রদানের জন্য নাদির বিন আলীকে আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ‘গুগল এডুকেটর গ্রুপ’ হচ্ছে এমন একটি প্রশিক্ষক সম্প্রদায় যারা শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরনের জন্য পারস্পরিকভাবে প্রযুক্তিগত সমাধান দিয়ে সহায়তা করে থাকে।

এছাড়া এই গ্রুপটি পরস্পরের সাথে নিবিঢ় সম্পর্ক স্থাপন করে মুক্ত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন ও অফলাইনে কমিউনিটির শিক্ষার্থীদের শিক্ষা দেয়।

গুগল এডুকেশন গ্রুপ (জিইজি) বাংলাদেশ গত বছরের মে মাস থেকে জিইজি ঢাকা সাউথ নামে কার্যক্রম শুরু করে। শিক্ষক, শিক্ষার্থীদের শিক্ষা এবং টেকনোলজি উন্নয়নে চালু এই কার্যক্রম পরিচালনা করে আসছেন নাদির বিন আলী।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।