ই-ভোটিংয়ের জন্য ‘সবচেয়ে জনপ্রিয় বেসরকারি ই-উদ্যোগ’ হিসেবে তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) সম্মাননা পেয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, ৮ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটারে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিসিএস সভাপতি মোস্তফা জব্বারের হাতে এ সম্মাননা তুলে দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় ছাড়াও সরকারি ও বেসরকারি পর্যায়ের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
‘জনগণের দোরগোড়ায় সেবা’ শীর্ষক স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটারে ৬ জুলাই থেকে শুরু হওয়া ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা২০১১’ এর বাংলাদেশ কমপিউটার সমিতির স্টলে বাংলাদেশ কমপিউটার সমিতির সদস্য দ্য কমপিউটার, ডিসিএটেক লিমিটেড, টেকনো বিডি ওয়েব সলিউশনস এবং বিজনেস অটোমেশন ই-সেবামূলক বিভিন্ন পণ্য প্রদর্শন করছে।
এ মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ই-সেবামূলক বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আগত দশর্নাথীদের ই-ভোটিংয়ের ভিত্তিতে বা বিসিএসকে ‘সবচেয়ে জনপ্রিয় বেসরকারি ই-উদ্যোগ’ হিসেবে নির্বাচিত কার হয়েছে। উল্লেখ্য, আজ শনিবার এ প্রদর্শনী শেষ হচ্ছে।
এ প্রসঙ্গে বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার জানান, সংশ্লিষ্ট সবার উৎসাহ এবং সহযোগিতার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হবে। এ ধারাবাহিতায় ডিজিটাল বাংলাদেশ গড়তে বিসিএস তার অর্পিত দায়িত্ব পালন করে যাবে।
বাংলাদেশ সময় ১৬৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১১