ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোনের সঙ্গে ইস্ট কোস্টের চুক্তি নবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
গ্রামীণফোনের সঙ্গে ইস্ট কোস্টের চুক্তি নবায়ন

ঢাকা: অত্যাধুনিক ও সুলভ টেলিযোগাযোগ সেবা লাভের জন্য গ্রামীণফোনের সঙ্গে বিজনেস সলিউশনস চুক্তি নবায়ন করেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান ইস্ট কোস্ট ট্রেডিং (প্রা.) লিমিটেড।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নবায়ন করা হয়।

ইস্ট কোস্টের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী এবং গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়নকৃত চুক্তিতে সই করেন। সোমবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তি সই অনুষ্ঠানে ইস্ট কোস্টের পরিচালক তানভীর এ চৌধুরী, ইস্ট কোস্ট ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম, নির্বাহী পরিচালক মিজানুর রহমান, হেড অব ফিন্যান্স মো. মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) ইফতেখারুল আলম, গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস (ঢাকা) বাকী মোহাম্মদ বিল্লাহ, হেড অব হাই ভ্যালু স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস নুরুল ফেরদৌস মুন্না এবং হেড অব হাইভ্যালু কি অ্যাকাউন্টস সাদ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।