ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইআইজি অপারেটরের জন্য বিটিআরসির নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
আইআইজি অপারেটরের জন্য বিটিআরসির নির্দেশনা

ঢাকা: নীতিমালার শর্তানুযায়ী ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানের আইআইজি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

কিছু আইআইজি নীতিমালা অনুযায়ী যথাযথভাবে কার্যক্রম পালন না করায় বুধবার (২৭ এপ্রিল) বিটিআরসি নির্দেশনা স্মরণ করে দেয়।

 

নির্দেশনায় বলা হয়েছে, অনেক আইআইজি প্রতিষ্ঠান লাইসেন্সিং গাইডলাইনের সিডিউল-২, শর্ত-৭ ভঙ্গ করে ভুল তথ্য দিচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ ভঙ্গ করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব আইআইজি প্রতিষ্ঠানকে নির্দেশনাবলী পুনরায় কঠোরভাবে পরিচালনার জন্য বলা হলো। এর ব্যত্যয় হলে কমিশন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

নির্দেশনায় বলা হয়েছে, akamai, google global-সহ অন্য cache সেবার ব্যান্ডউইথসহ সব ধরনের ব্যান্ডউইথ অবশ্যই ডিপিআইর (ডিপ প্যাকেট ইন্সপেকশন) মাধ্যমে সরবরাহ করতে হবে।
 
ডিপিআই ক্যাপাসিটির বেশি ব্যান্ডউইথ কোনো অবস্থাতেই ডাউন স্ট্রিমে বিক্রি করা যাবে না। আপস্ট্রিম ব্যান্ডউইথ ক্যাপাসিটির চেয়ে বেশি ব্যান্ডউইডথ বিক্রি না করারও নির্দেশনা দেওয়া হয়।

আইআইজি ব্যান্ডউইথে কনটেনশন র‌্যাশন গ্রহণযোগ্য না হওয়ায় শেয়ারড ব্যান্ডউইথ বিক্রি করা যাবে না এবং দিবা-রাত্রিকালীন বিভিন্ন সময় অফার দেওয়া যাবে না।

কেবল বিটিআরসির অনুমোদিত পপ থেকে সব ব্যান্ডউইথ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
রাজস্ব আদায়ের বিষয়ে বলা হয়েছে, ‘আইআইজি ব্যান্ডউইথ বিক্রির সঙ্গে সরকারের রাজস্ব জড়িত রয়েছে। সুতরাং, বাজারে ব্যান্ডউইথ বিক্রয় মূল্য কোনো অবস্থাতেই ক্রয়মূল্যের কম হতে পারবে না। আইআইজি ব্যান্ডউইথ বিক্রির উপর সরকারের রাজস্ব অবশ্যই মোট বিক্রিত ব্যান্ডউইথ মূল্যের উপর দিতে হবে, গ্রাহক থেকে সংগ্রহের উপর নয়। ’

বাজারে বিক্রয় মূল্যের সঠিক ও নির্ভুল তথ্য কমিশনে দাখিল করতে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির ইঞ্জিনিয়ারং অ্যান্ড অপারেশন্স বিভাগের ওই নির্দেশনায় বলা হয়, আইআইজি প্রতিষ্ঠান থেকে সংযুক্ত সব আইএসপি (নেশনওয়াইড/সেন্ট্রাল জোন/জোনাল) প্রতিষ্ঠানগুলো কমিশনে তথ্যসহ নিয়মানুযায়ী কার্যক্রম পরিচালনা করছে কি না- সে বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।