ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল জীবনাধারা নিয়ে আলোচনায় রবি-সাউথ ইস্ট ইউনিভার্সিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
ডিজিটাল জীবনাধারা নিয়ে আলোচনায় রবি-সাউথ ইস্ট ইউনিভার্সিটি

ঢাকা: দ্রুত বিকাশমান ডিজিটাল জীবনধারা নিয়ে সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে ‘ইন্টারনেট ফর ইউ’ সেশনের আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের এই সেশনটিতে অংশগ্রহণ করেছেন প্রায় ১২০ জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

রবি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিশ্চিতভাবে ইন্টারনেট এ দশকের অন্যতম সেরা উদ্ভাবন। আর ডিজিটাল জীবনধারা বিকাশের পাশাপাশি ইন্টারনেটের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু অনেকেই বিশেষ করে তরুণরা ইন্টারনেটের সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতন না হওয়ায় এ পরিবর্তিত ধারার সুফল কাজে লাগাতে পারছেন না। তাই একটি দ্বায়িত্বশীল অপারেটর হিসাবে কার্পোরেট দায়বদ্ধতার আওতায় ‘ইন্টারনেট ফর ইউ’ নামে কার্যক্রম হাতে নিয়েছে রবি।

ইন্টারনেটকে কীভাবে নেটওয়ার্কিং, লার্নিং ও আত্ম-উন্নয়নের জন্য ‘সঠিক এবং নিরাপদ’ উপায়ে ব্যবহার করা যায় এ কার্যক্রমের মাধ্যমে সে বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করে তোলা হচ্ছে।

এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলাতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ সেশনের আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।