ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নিজের গল্প বলবেন তথ্যপ্রযুক্তিবিদ হাসিন হায়দার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
নিজের গল্প বলবেন তথ্যপ্রযুক্তিবিদ হাসিন হায়দার

দেশের অন্যতম সেরা প্রোগ্রামার, সফটওয়্যার আর্কিটেক এবং নতুন প্রজন্মের আইডল হাসিন হায়দার তাঁর নিজের গল্প বলবেন আগামী ৭ মে শনিবার। বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের নিয়মিত আয়োজন "বিডিওএসএন টকস"-এর চতুর্থ পর্বে উপস্থিত থাকবেন এই তথ্যপ্রযুক্তিবিদ।

হাসিন হায়দার বর্তমানে বসুন্ধরা পি-এয়ান প্রকল্পের প্রধান কারিগরি কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশলের স্নাতক হাসিন হায়দার ছাত্রাবস্থা থেকে কম্পিউটার প্রোগ্রামিং’এ আকৃষ্ট হোন।

তার হাত দিয়ে গড়ে ওঠে লিভিও নামের একটি স্টার্ট আপ। হাসিন নিয়মিত আন্তর্জাতিক কারিগরি ব্লগে লেখালেখি করেন। এছাড়া তিনি নিয়মিত প্রশিক্ষণও দেন। প্রোগ্রামিং’র পাশাপাশি বাইকিং ও ফটোগ্রাফীতেও তাঁর  প্রচুর আগ্রহ।

বিকেল ৫.৩০ মিনিটে এই আয়োজনে একমাত্র বক্তা হাসিন হায়দার। অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীদের ১০০ টাকা নিবন্ধন ফী জমা দিতে হবে।

এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে হ্যালো একাডেমি, আদর্শ প্রকাশন ও ইটি কলিং এবং সহযোগি হিসেবে রয়েছে জিরো ডিগ্রী কমিউনিকেশন।

অনুষ্ঠানের বিস্তারিত ও নিবন্ধনের পদ্ধতি সম্পর্ক জানা যাবে ফেসবুক ইভেন্ট পেজে https://goo.gl/1dGc81

এছাড়া হাসিন হায়দার ও আয়োজন সম্পর্কে জানা যাবে http://munirhasan.com/hasin1/  এই ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মে ০৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।