ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মূল্যে বাংলালিংক-মাইক্রোম্যাক্স থ্রিজি স্মার্টফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
সাশ্রয়ী মূল্যে বাংলালিংক-মাইক্রোম্যাক্স থ্রিজি স্মার্টফোন

ঢাকা: মাইক্রোম্যাক্সের সঙ্গে যুক্ত হয়ে সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় স্মার্টফোন বাজারে এনেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক।

ইন্টারনেট ব্যবহারের পথ খুলে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে মাত্র ৩ হাজার ৪৯৯ টাকার এই হ্যান্ডসেটের সঙ্গে থাকছে একটি আকর্ষণীয় বান্ডেল অফার।

শনিবার (১৪ মে) বাংলালিংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই ২ হাজার টাকা মূল্যের আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন, যাতে আছে ডাটা এবং টক টাইম।

এই স্মার্টফোন সারাদেশে বাংলালিংক-এর সব আউটলেটসমূহে পাওয়া যাচ্ছে। বাংলালিংক সব সময়ই গ্রাহকদের সেরা সেবা দিতে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোন বাজারে নিয়ে আসছে।
সম্প্রতি গুলশানে বাংলালিংকের হেড কোয়াটার টাইগার্স ডেনে ‘বাংলালিংক-মাইক্রোম্যাক্স কিউ৩২৭’ হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়।

এসময় বাংলালিংক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক এবং মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম, সোফেল লিমিটেডের জেনারেল ম্যানেজার সাকিব আরাফাত।
১.২ গিগাহাটর্জ কোয়াড-কোর প্রোসেসরের সাথে এই হ্যান্ডসেটটিতে পিছনে রয়েছে ৫ মেগাপিক্সেল ও সামনে +১.৩ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি রম। অ্যান্ড্রয়েড ললিপপসহ এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন (৪৮০*৮০০ডব্লিউভিজিএ) এবং ১৪৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি। এই মূল্যের হ্যান্ডসেটগুলোর মধ্যেই এটিই সবচেয়ে সেরা ফিচার সম্পন্ন হ্যান্ডসেট।

এই হ্যান্ডসেটের সাথে গ্রাহকরা বিনামূল্যে ৩ মাস ৩ জিবি ডাটা, ১২০০ মিনিট টক টাইম, ৬০০ এসএমএস উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন বলেন, স্মার্টফোন অ্যাডাপটেশনের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল দুনিয়ার সাথে সম্পৃক্ত রাখার প্রতি সব সময় গুরুত্ব দিয়ে থাকে এবং গ্রাহকদের এ ধরনের সুবিধা আরও বাড়াতে চায়। মাইক্রোম্যাক্সের সাথে আকর্ষণীয় বান্ডেল অফারসহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ এবং ডিজিটাল দুনিয়ার দুয়ার খোলার অংশ হিসেবে বাংলালিংকের অনেকগুলো উদ্যোগের মধ্যে এটি অন্যতম। বাংলালিংক সব সময়ই গ্রাহকদের নতুন সেবা দেওয়ার চেষ্টা করছে এবং বাজারের সবচেয়ে আকষণীয় এবং সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।