ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচটিসির বিরুদ্ধে অ্যাপল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১১
এইচটিসির বিরুদ্ধে অ্যাপল

একের পর এক আইনি মামলায় জড়িয়ে পড়ছে অ্যাপল। স্যামসাংয়ের বিরুদ্ধে পেটেন্ট মামলা দায়ের করার সপ্তাহ না পেরুতেই অ্যাপল আবারও এইচটিসিকে অভিযুক্ত করল।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপলের আদলে স্মার্টফোন আর ট্যাবলেট পিসির মডেল অনুকরণ করার অভিযুক্ত করা হয়েছে এইচটিসিকে।

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের (আইটিসি) কাছে অ্যাপল এ পেটেন্ট মামলা দায়ের করেছে। এরই মধ্যে এ অভিযোগ আইটিসি লিপিবদ্ধ করেছে। অচিরেই এ মামলার তদন্ত শুরু হবে।

এ মুহূর্তে এইচটিসি স্টক মাকের্টের মূল্য বিবেচনায় বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ স্মার্টফোন নির্মাতার কাতারে অবস্থান করছে। এইচটিসি কর্তৃপক্ষ অ্যাপলের এ অভিযোগ সরাসরি প্রত্যাখান করেছে।

এ প্রসঙ্গে এইচটিসির জেনারেল কাউন্সেল জানান, বিশ্বব্যাপী এইচটিসি ব্র্যান্ড জনপ্রিয়। অ্যাপল স্মার্টফোনের বাজারে সুস্থ প্রতিযোগিতায় না গিয়ে আইনি পথকে বেছে নিয়েছে। কিন্তু বাজারে টিকে থাকলে হলে বাজার প্রতিযোগিতায় আরও কৌশলী হওয়া উচিত।

সব মিলিয়ে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতাদের মধ্যে এ অনুকরণের লড়াই মোটেও প্রত্যাশিত নয় বল বিশেষজ্ঞেরা অভিমত দিয়েছেন। তথ্যপ্রযুক্তির বিনির্মাণে সবাইকে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যেয় নিজের অপরিহার্যতা উপস্থাপন করা উচিত -এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময় ২১৪০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।