ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এয়ারটেল সিম বায়োমেট্রিক করে পুরস্কার জিতলেন গ্রাহকরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
এয়ারটেল সিম বায়োমেট্রিক করে পুরস্কার জিতলেন গ্রাহকরা সংগৃহীত

ঢাকা: এয়ারটেল গ্রাহকরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে জিতে নিচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। বায়োমেট্রিক প্রচার অভিযানের অংশ হিসেবে ওয়ালটন প্রিমো ডি-৭ হ্যান্ডসেট জিতেছেন জৌজিয়া আজাদ।


সম্প্রতি এয়ারটেল কর্মকর্তারা তার হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া পুরস্কার জিতেছেন লাভলি বেগম। তার হাতেও তুলে দেওয়া হয়েছে ওয়ালটন প্রিমো ডি-৭।

এছাড়া রেজাউল হক পেয়েছেন পুরস্কার।

আরও পুরস্কার জিতেছেন শামীম উদ্দীন।

মো. আমির হুসাইনও পেয়েছেন পুরস্কার।

পেয়েছেন পুরস্কার মোজাম্মেল হোসেনও।

বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে সিম নিবন্ধনের সময় রয়েছে ৩১ মে রাত ১২টা পর্যন্ত। এরপর ৩১ মে রাত ১২টার মধ্যে সিম নিবন্ধন না করলে তাদের সংযোগ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। এই সময় আর বাড়ানো হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।