ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিসিএলের এমডির দায়িত্বে কবির হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মে ২৫, ২০১৬
বিটিসিএলের এমডির দায়িত্বে কবির হোসেন

ঢাকা: বিসিএস টেলিকম ক্যাডারের কর্মকর্তা এবং বিটিসিএলের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. কবির হোসেন ভূঁঞা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব গ্রহণ করেছেন।

নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তাকে নিয়োগ করেছে বলে বুধবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিটিসিএল।

এক মাস আগে বিটিসিএলের এমডি গোলাম ফখরুদ্দীন আহমদ চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দায়িত্বপ্রাপ্ত কবির হোসেন ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। পরের বছর বিসিএস (টেলিকম) ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি ১৯৯২ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে পরিচালক, ২০১০ সালে প্রধান কর্মাধ্যক্ষ এবং ২০১৫ সালের ২৮ ডিসেম্বর থেকে বিটিসিএল’র সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ, সেমিনার এবং সম্মেলনে অংশ নিতে যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন।

কবির হোসেন ১৯৫৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ২৫, ২০১৬/আপডেট: ১৮৪৬ ঘণ্টা.
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।