ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২২ জন নবীন উদ্যোক্তাকে সম্মাননা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৬
২২ জন নবীন উদ্যোক্তাকে সম্মাননা

২২ জন নবীন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’।

২৮ মে রাজধানীর ডিপ্লোমা প্রকৌশলী ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একজন ইউসুফ চৌধুরী সম্মাননা ২০১৫, নুরুল কাদের সম্মাননা ২০১৫ একজন, সাতজন উদ্যোক্তা সম্মাননা ২০১৫ ও তেরোজন পান নবীন উদ্যোক্তা স্মারক ২০১৫।

অনুষ্ঠানের শুরুতে চাকরি খুঁজব না, চাকরি দেব-এর পরিচালক সাজ্জাত হোসেন সম্মাননার উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান, তরুন ও নবীন উদ্যোক্তাদের মধ্যে যারা ভাল করেন, প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও নিজেদের এগিয়ে যাওয়া অব্যাহত রাখেন তাদের উৎসাহ দিতেই এই সম্মাননা ও স্মারক। কোনো প্রতিযোগিতার মাধ্যমে নয়, বরং ২০১৫ সালে যে সকল উদ্যোক্তা নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছেন, নিজেরা ধীরে ধীরে হয়ে উঠছেন অন্যদের অনুপ্রেরণা তাদেরকেই একটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থেকে তরুনদের নানামুখী কাজের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এগিয়ে চলাকে এই সমস্ত তরুন আরো বেগবান করবে। এসময় তিনি নিজের যা ভাল লাগে তাই নিয়ে কাজ করতে বলেন।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সবুর খান তরুন উদ্যোক্তাদের একনিষ্ঠভাবে কাজে লেগে থাকার পরামর্শ দেন। এবং নিজের জীবনের অভিজ্ঞতার কথা শুনিয়ে একাগ্রচিত্রে কঠোর পরিশ্রমে সাফল্য অবধারিত বলেও জানান।

বিডিওএসএন’র সাধারণ সম্পাদক মুনির হাসান এবং সোমা চৌধুরী ও মাহবুবা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিয়্যান্ট ইনস্টিটিউউট অব ডিজাইনের উদ্যোক্তা গুলশান নাসরিন চৌধুরী, ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান, বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বাংলাদেশ কলসেন্টার ও আউটসোর্সিং এসোসিয়েশনের সভাপতি আহমাদুল হক, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, নারী উদ্যোক্তা ও কারিগরের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া ওয়াহাব, অনলাইন শপ চালডালের প্রধান নির্বাহী ওয়াসিম আলিম, অনলাইন বিজ্ঞাপন নেটওয়ার্ক গ্রীণ এন্ড রেডের ভাইস প্রেসিডেন্ট লুৎফি চৌধুরী, ব্রেইন স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল কবীর চৌধুরী প্রমূখ।   

বক্তারা দেশে নতুন নতুন কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা বান্ধব পরিবেশ ও উদ্যোক্তা সৃষ্টিতে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

চাকরি খুঁজব না, চাকরি দেব-এর উপস্থাপনায় দেখানো হয় দেশে প্রতিবছর ২১ লক্ষ তরুন-তরুনী কর্মবাজারে প্রবেশ করে। কিন্তু এদের বিরাট অংশই যোগ্যতা অনুসারে কাজ পায় না। এই সমস্যার সমাধানের জন্য কর্মীদের একটি অংশকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে এই প্ল্যাটফর্ম। এজন্য প্ল্যাটফর্মের উদ্যোগে নিয়মিত কর্মশালা, আড্ডা, সেমিনার, উদ্যোক্তা হাট ও উদ্যোক্তা বুটক্যাম্পের আয়োজন করা হয়।

২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বারের মত উদ্যোক্তাদের সম্মাননা দিল চাকরি খুঁজব না, চাকরি দেব। অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষক ছিল অনলাইন শপ প্রিয় শপ ডট কম ও সফটওয়্যার প্রতিষ্ঠান সফট টেক আইটি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।