তথ্যপ্রযুক্তিভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বড় ধরনের সাফল্য বয়ে এনেছে বাংলাদেশের তিন শিক্ষার্থী। মাইক্রোসফট সূত্র এ তথ্য জানিয়েছে।
মাইক্রোসফট আয়োজিত সফটওয়্যার উদ্ভাবনী প্রতিযোগিতার ‘ইমাজিন কাপ২০১১’ চূড়ান্ত পর্বে ‘পিপলস চয়েস’ বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে এআইইউবির ‘টিম র্যাপচার’ দল।
প্রকল্পভিত্তিক দর্শকদের সরাসরি ভোটের হিসাবে এ বিজয় নির্ধারণ করা হয়। এতে বাংলাদেশের ‘টিম র্যাপচার’ দল অবিশ্বাস্য সমর্থন পেতে সক্ষম হয়।
নিউইয়র্কে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের হাতে ট্রফি তুলে দেন সুপারস্টার ইভা লংগরিয়া। উল্লেখ্য, বিজয়ী দল প্রাইজমানির হিসাবে ১০ হাজার মার্কিন ডলার জিতে নেয়।
বাংলাদেশ সময় ২১১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১