ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইওএস১০ উন্মুক্ত করলো অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আইওএস১০ উন্মুক্ত করলো অ্যাপল

ঢাকা: ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) প্রযুক্তি জায়ান্ট অ্যাপল কি ঘোষণা দেয় তা নিয়ে যেমন গুঞ্জন ছিল, তেমনি কমতি ছিলনা উৎসাহের। তাই সোমবার (১৩ জুন) রাতে দুই ঘণ্টা প্রযুক্তিপ্রেমীদের চোখ আটকে ছিল ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে।

এদিন রাতে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে আসে আইওএস১০ উন্মুক্তের ঘোষণা। অ্যাপলের এ অপারেটিং সিস্টেমটি আইফোন, আইপ্যাড ও আইপড এর জন্য। এর মাধ্যমে ফটো অ্যাপটিও আপগ্রেড হবে।

লক স্ক্রিনে নতুনত্ব, উন্নত নটিফিকেশন, অ্যাপের মাধ্যমে দ্রুত ইন্টারেকশন ও থ্রিডি টাচ সুবিধা রয়েছে আইওএস১০-এ। এছাড়া আইপ্যাডের জন্য সুইফট প্লে-গ্রাউন্ডস নামে এতে নতুন একটি অ্যাপ যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে গুরুত্ব পায় অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্স সিরি’র বিষয়টি। কারণ এখন থেকে ভয়েস কমান্ডে মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপসহ অন্যান্য সোশ্যাল অ্যাপে আপনাকে নিয়ে যাবে সিরি।

অ্যাপল মিউজিকও বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। এর ফলে জনপ্রিয়তা কমতে থাকা আইটিউন অ্যাপটি তার জনপ্রিয়তা ফিরে পাবে বলে আশা করা যাচ্ছে।

সবশেষ বড় যে গুঞ্জনটি শোনা যাচ্ছে তা হলো, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনে ‘আইমেসেজ’ ব্যবহার করতে পারবেন। আর এমনটি হলে তা হবে অন্য প্লাটফর্মে অ্যাপল সেবা পছন্দকারীদের জন্য আনন্দের বিষয়।

১৩-১৭ জুন পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের আগামী দিনগুলোতে অ্যাপল ওয়াচের নতুন ভার্সনের ঘোষণা আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে। ‍

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।