ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে বাংলাদেশের দর্শনীয় স্থানের আরো নতুন ছবি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
গুগল ম্যাপে বাংলাদেশের দর্শনীয় স্থানের আরো নতুন ছবি নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার

গত বছর গুগল ম্যাপে উদ্বোধন করা হয় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার স্ট্রিট ভিউ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের আরো চারটি ‘বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুরের’ অঞ্চলের স্ট্রিট ভিউ নিজেদের ম্যাপ সেবায় যুক্ত করেছে গুগল।

এখানে মোট ৭টি বিভাগের ৮৯টি বিশেষ স্থান, স্থাপনা ও স্থাপত্য নিদর্শনের চিত্র রয়েছে।

গুগলের এই উদ্যোগে এখন আর দেশের দক্ষিণাঞ্চলের আঁকাবাঁকা নদী ও উত্তরাঞ্চলের ঘন সবুজময় প্রাকৃতিক সৌন্দর্য্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থাপনাসমূহ দেখাটা দুরুহ কোনো ব্যাপার নয়। যে কোনো স্থানে বসেই এসব অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যাবে গুগল ম্যাপে।

গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে প্রদর্শিত বাংলাদেশের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে মুঘল আমলে নির্মিত ঢাকার ঐতিহাসিক দুর্গ লালবাগ কেল্লাসহ চারপাশের কারুকার্যময় নানা স্থাপত্য নিদর্শন, মুঘল ও ইউরোপীয় নকশার মিশ্রণে তৈরি কার্জন হল (ঢাকা বিশ্ববিদ্যালয়)।

এছাড়া গুগলের এই সেবা মাধ্যমে গিয়ে দেখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো ঘোষিত নওগাঁ জেলার সোমপুর মহাবিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহার।

সরাসির না গিয়েও প্রকৃতিপ্রেমীরা এখানে উপভোগ করতে পারবেন সিলেটের বিস্তৃত সবুজে ঘেরা চা বাগান, বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বিশ্বের দীর্ঘতম (আনব্রোকেন বীচ) সমুদ্র সৈকত কক্সবাজার, ঢাকার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের প্রাকৃতিক মনোরম সৗন্দর্য। সেইসাথে ছবিগুলো দেখে ঘুরে আসার পরিকল্পনাও করে নেয়া যাবে।

যাত্রার শুরু থেকেই সার্চ জায়ান্ট খ্যাত গুগল প্রযুক্তি অঙ্গণে নিয়ে আসছে দূর্দান্ত সমস্ত উদ্যোগ। যা দুনিয়ার সবকিছু যেনো মানুষের হাতের মুঠোয় এনে দিচ্ছে।

স্ট্রিট ভিউ নিয়ে গুগল আশাবাদী যে এটি বাংলাদেশের মানুষকে আকৃষ্ট ও মুগ্ধ করবে।

উল্লেখ্য, গুগলের এই সেবা ওয়েবের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্লাটফর্মে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।