ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাইক্রোম্যাক্সের নতুন ৭টি মডেল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
মাইক্রোম্যাক্সের নতুন ৭টি মডেল

রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড’ উদ্বোধনের মাধ্যমে নতুন ৭টি মডেল প্রকাশ করেছে মাইক্রোম্যাক্স। বাংলাদেশে এটি মাইক্রোম্যাক্সের ৫ নাম্বার শোরুম।

মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ডের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স’র কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম, সোফেল টেলিকম লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এই ঈদে আমরা ব্যবহারকারীদের জন্য নতুন ৭টি মডেলের স্মার্টফোন নিয়ে এসেছি।
এর মধ্যে মাইক্রোম্যাক্স ক্যানভাস ৬ ইতোমধ্যেই বাজারে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের এই ব্র্যান্ডের স্মার্টফোনগুলো ক্রেতাসাধারনের কাছে আরো সহজে পৌঁছে দিতেই শো-রুম উদ্বোধন করলাম।

ঢাকায় বসুন্ধরা সিটিতে মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড, মিরপুরের শাহ্ আলী প্লাজায় মাইক্রোম্যাক্স এক্সক্লুসিভ শপ, মোহাম্মাদপুর টোকিও স্কয়ার, ফকিরাপুলে মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড এছাড়া চট্টগ্রাম নিউমার্কেটে আছে মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড।

ক্রমান্বয়ে সারাদেশেই মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড স্থাপনের পরিকল্পনা আছে বলে জানান মাজহারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।