ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবি-জেনারেল ফার্মা করপোরেট চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
রবি-জেনারেল ফার্মা করপোরেট চুক্তি

ঢাকা: জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি করপোরেট চুক্তি সই হয়েছে।
চুক্তির আওতায় জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড রবি’র মোবাইলভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনস, কল রেট, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, হ্যান্ডসেট বান্ডেল সুবিধা ও ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করবে।



মঙ্গলবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রবি।

রবি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুন বীরাসিংহে এবং জেনারেল ফার্মার ম্যানেজিং ডিরেক্টর ড. মোমেনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ফার্মার ডিরেক্টর (মার্কেটিং) মীর জাকি আনাম, অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার ড. সি এম এহসানুল খালেক, রবির এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন, ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. এনায়েতুল করিম ও ম্যানেজার মো. জুলফিকার হায়দার চৌধুরী।
 
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এমাঅইএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।