ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসি চেয়ারম্যানকে রবির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
বিটিআরসি চেয়ারম্যানকে রবির অভিনন্দন

ঢাকা: সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন্স রেগুলেটর্স কাউন্সিলের (এসএটিআরসি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদকে অভিনন্দন জানিয়েছে মোবাইল অপারেটর রবি।

 

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট এবং পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ সম্প্রতি বিটিআরসি কার্যালয়ে চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


 
মঙ্গলবার (১১ অক্টোবর) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিটিআরসির সচিব সারওয়ার আলম, রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেগুলেটরি অ্যাফেয়ারস ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহেদুল আলম এবং ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) শরিফ শাহ জামাল রাজ এ সময় উপস্থিত ছিলেন।
 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোট এসএটিআরসি’র ১৭তম আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ড. শাহাজাহান মাহমুদকে এসএটিআরসি’র চেয়ারম্যান নিযুক্ত করা হয়।
 
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ ও ইরানের সমন্বয়ে এই জোটে আগামী এক বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিটিআরসি প্রধান।
 
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা বা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি’র উদ্যোগে ১৯৯৭ সালে এসএটিআরসি গঠিত হয়।
 
এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রক প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।