ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফ্লুয়েন্সকে কিনল গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আইফ্লুয়েন্সকে কিনল গুগল

প্রযুক্তির সব শাখাতে নিজেদের কর্মের স্বাক্ষর রাখতে চায় গুগল। তাই প্রযুক্তির যে শাখাতে যারাই প্রতিভার স্বাক্ষর রাখছে তাদেরকেই নিজের করে নিচ্ছে সার্চ জায়ান্ট খ্যাত বিশ্বের খ্যাতনামা এই প্রতিষ্ঠান।

তারই ধারাবাহিকতায় এবার কিনে নিল চক্ষু-নির্দেশক প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ প্রতিষ্ঠান আইফ্লুয়েন্সকে।
প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণের ব্যাপারে গুগলের তরফে কোন ঘোষণা না আসলেও, মঙ্গলবার (২৫ অক্টোবর) আইফ্লুয়েন্স স্বয়ং এক বিবৃতিতে খুব উচ্ছাসের সহিত বিষয়টি সবাইকে জানায়।

২০১৩ সালে প্রতিষ্ঠিত আইফ্লুয়েন্স বিক্রির আগ পর্যন্ত ২১.৬ মিলিয়ন ডলারের তহবিল গড়তে সক্ষম হয়েছিল। আর এই প্রতিষ্ঠানটিতে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের তালিকায় ছিল যথাক্রমে ইন্টেল ক্যাপিটাল, জ্যাজ ভেঞ্চার পার্টনার, মটোরোলা সলিউশনস ভেঞ্চার ক্যাপিটাল এবং এনএইচএন ইনভেস্টমেন্ট।

তবে গুগল কি শর্তে আর কত টাকায় আইফ্লুয়েন্সকে কিনে নিয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি বিবৃতিতে।

প্রসঙ্গত, আইফ্লুয়েন্স মূলত চক্ষু নির্দেশক প্রযুক্তি নিয়ে কাজ করে। আই ট্র্যাকিং এবং বর্তমানে বহুল আলোচিত ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে এই প্রযুক্তি ব্যবহৃত হয়।

যেখানে ব্যবহারকারীরা চোখের মাধ্যমে নির্দেশ প্রদান করতে পারেন। অর্থ্যাৎ এই প্রযুক্তি মানুষের চোখের নড়াচড়া শনাক্ত করণের মাধ্যমে কোন যন্ত্রকে নির্দেশ দিতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।