ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যাঙ্গো স্মার্টফোনের আনুষ্ঠানিক প্রকাশের দিন ঠিক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ট্যাঙ্গো স্মার্টফোনের আনুষ্ঠানিক প্রকাশের দিন ঠিক

আগামী ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হচ্ছে ‘লেনোভো ফ্যাব ২ প্রো’। এটি বিশ্বের প্রথম কোনো স্মার্টফোন যাতে গুগলের ট্যাঙ্গো থ্রিডি ইমেজিং প্রযুক্তির ব্যবহার হয়েছে।

গুগলের প্রথম এই বাণিজ্যিক প্রজেক্ট ট্যাঙ্গোর আওতায় স্মার্টফোন তৈরির জন্য সার্চ জায়ান্ট অংশীদার করেছে চীনের সুপ্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভোকে।

ব্যাপক আলোচিত আর প্রত্যাশিত ‘লেনোভো ফ্যাব ২ প্রো’ সম্পর্কে এ মুহূর্তের খবরগুলোতে জানানো হয়েছে, ফ্যাব ২’র আনুষ্ঠানিক প্রকাশের জন্য যাবতীয় প্রস্ত্ততি শেষ হয়েছে এবং ১ নভেম্বর দিন নির্ধারণ হয়েছে। এর মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ২০০ ইউএসডি ডলার যা টাকায় ১৫ হাজার ৬৬৬।  

এরইমধ্যে অনেকে এটি লেনোভের অফিসিয়াল ওয়েবসাইটে প্রি অর্ডারের মাধ্যমে পাচ্ছে। তবে এই সুযোগটি দেয়া হয়েছে কেবল যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য।
৬.৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে ফ্যাব ২ প্রো’র বৈশিষ্ট্যগুলোরে মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর, ৪ জিবি ৠাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। বছরের শুরুর দিকে এটি জনসম্মুখে প্রদর্শন করা হয়েছিল।

অবশ্য, লেনোভো ফ্যাব ২ প্রো’তে অন্তর্ভূক্ত ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যেটা প্রকৃতপক্ষে গুগলের ট্যাঙ্গো থ্রিডি ইমেজিং প্রযুক্তি নিয়ে আসছে।

স্মার্টফোনটিতে এছাড়াও থাকছে ১৬ এমপি রিয়ার ক্যামেরা এবং ৫ এমপি ওয়াইড অ্যাঙ্গেলের ফ্রন্ট ক্যামেরা, ৪ হাজার ৫০ এমএএইচ ব্যাটারি যেটা প্রায় ১৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে।

অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত এই ডিভাইসে আরো আছে ডলবি এটমস এবং ডলবি অডিও ক্যাপচার ৫.১ প্রযুক্তি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।