ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেনীতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফেনীতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

ফেনী: ফেনীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসটি) প্রকল্প আয়োজিত আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।


 
এসময় বক্তব্য রাখেন- ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী সরকারি কলেজের সাবেক আইসিটি ইনচার্জ ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দীন, এলআইসিটি’র যুগ্ম সচিব ও প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (পিএএসএম) সরকার আবুল কালাম আজাদ, বেসিসের ডিরেক্টর উত্তম কুমার পল, লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোজাহারুন হক, এলআইসিটির টেকনিকেল স্পেশালিস্ট মো. আসাদ-উর-রহমান নাইল, ই অ্যান্ড ওয়াই প্রতিনিধি সুরাইয়া নারায়ন এবং ওমেন ইন ডিজিটালের ফাইন্ডার আখিয়া নিলা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।