ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘নগর’ অ্যাপে ৫ সেকেন্ডেই পৌঁছবে বিপদ সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
‘নগর’ অ্যাপে ৫ সেকেন্ডেই পৌঁছবে বিপদ সংকেত ছবি- রানা- বাংলানিউজটোয়েন্টিফোর

পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে মাত্র ৫ সেকেন্ডেই সে বার্তা পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। ‘নগর’ নামে একটি অ্যাপ সে বার্তা বাহক, যা তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অ্যাপের বিশেষ  ‘সিকিউরিটি অপশন’...

ঢাকা: পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে মাত্র ৫ সেকেন্ডেই সে বার্তা পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। ‘নগর’ নামে একটি অ্যাপ সে বার্তা বাহক, যা তৈরি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

অ্যাপের বিশেষ  ‘সিকিউরিটি অপশন’ সহজেই কাজটি করে দেবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।
 
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে স্মার্টসিটি হ্যাকাথনের উদ্বোধনী অনুষ্ঠানে ‘নগর’ অ্যাপের বিষয়ে এ কথা জানান মেয়র।  
 
ডিএনসিসি মেয়র বলেন, আমাদের দেশের মেধাবী সন্তানরা কাজ করছেন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। মাইক্রোসফট-এ কর্মরত মেধাবী তরুণ জামিলের মাধ্যমে আমরা ‘নগর’ অ্যাপটি তৈরি করি। এর মাধ্যমে যে কেউ ইচ্ছে করলে নগরের যেকোনো সমস্যা আমাদের ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। অ্যাপটিতে যে বিশেষ সিকিউরিটি অপশন রাখা হয়েছে তা বিশ্বের কোনো অ্যাপে নেই। এর কল্যাণে যেকেউ বিপদে পড়লে তা তার অভিভাবককে জানাতে পারবেন মাত্র ৫ সেকেন্ডে। অ্যাপে ৫ সেকেন্ড চেপে ধরলেই সংকেত পৌঁছে যাবে। শুধু তাই নয়, বিপদ সংকেতটি চলে যাবে পুলিশ কন্ট্রোল রুমেও।
 
অন্যদিকে ঢাকাকে স্মার্টসিটি করে গড়ে তোলা খুব সহজ কাজ নয় বলেও মনে করছেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, মেয়র হওয়ার আগে অনেক কমিটমেন্ট করেছিলাম। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামী ছয় মাস পর শহরের চিত্র আরো পাল্টে যাবে।
 
নগরবাসীর যানবাহন সমস্যা নিরসনে পুরো রাজধানীর ৫শ’ বাস কোম্পানিকে ৬টি কোম্পানির আওতায় আনা হবে বলেও জানান তিনি। ডিএনসিসি মেয়র বলেন, এক এক কোম্পানির বাস রাস্তায় এক একবার থামায়। ফলে রাস্তায় যানজট তৈরি হচ্ছে। অনেক সময় আমার মা-বোনরা বাসে উঠতেই পারছেন না। এসব সমস্যা নিরসনের জন্য ৫শ’ কোম্পানির ৫ হাজার বাস ৬টি কোম্পানির আওতায় নিয়ে আসা হবে। এগুলো ভিন্ন ভিন্ন রঙে চলবে। তাহলে অস্বাভাবিক প্রতিযোগিতা হ্রাস পাবে।  
 
স্মার্টসিটি হ্যাকাথন এর উদ্বোধনী অনুষ্ঠান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াছির আজমান।
 
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।