ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলো’র ৪টি নতুন সেবা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
চলো’র ৪টি নতুন সেবা

দেশের দ্রুত বিকাশমান অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে একসঙ্গে যুক্ত করা হয়েছে ৪টি নতুন সেবা। এর মধ্যে রয়েছে চলো পে¬ন টিকেট, চলো প্যাকেট, চলো মাইক্রোবাস ও চলো এসএমএস সার্ভিস।
 

দেশের দ্রুত বিকাশমান অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে একসঙ্গে যুক্ত করা হয়েছে ৪টি নতুন সেবা। এর মধ্যে রয়েছে চলো পে¬ন টিকেট, চলো প্যাকেট, চলো মাইক্রোবাস ও চলো এসএমএস সার্ভিস।


 
চলোতে প্রাইভেট কারের পাশাপাশি পাওয়া যাচ্ছে মাইক্রোবাসও। বড় পরিবারের কাছে বা দূরের যাত্রায় বড় গাড়ির চাহিদা পূরণে থাকছে নতুন নতুন সব মাইক্রোবাস। এসব সেবার পাশাপাশি চলোতে চালু হয়েছে বিমানের টিকিট কাটার সুবিধাও। দেশ ও বিদেশের বিভিন্ন গন্তব্যের টিকিট এখন পাওয়া যাচ্ছে চলোতে।

এছাড়া চলো‘র প্যাকেট সার্ভিসের আওতায় প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্যাকেটটি নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছে দেবে চলো। অ্যাপের পাশাপাশি অফলাইনে এসএমএস -এর মাধ্যমেও কার বুকিং দেওয়ার সুবিধা চালু করা হয়েছে।

তাই গ্রাহকের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে ঢুকে সেখান থেকে এসএমএস অপশন নির্বাচন করে এসএমএস পাঠিয়ে গাড়ি বুকিং দেওয়া যাবে।
 
চলো’র সেবা সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, আমরা প্রতিনিয়ত চলোতে বিভিন্ন সেবা যুক্ত করছি। এবার একসঙ্গে ৪টি সেবা যুক্ত করলাম। শিগগিরই আরও নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।