প্রযুক্তির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে অনেকেই অনলাইন ব্যবসায় আগ্রহী হন। কিন্তু কিভাবে শুরুটা করবেন তা বুঝতে পারেন না।
অনলাইন ব্যবসায় এসব নতুন কিংবা তরুণ উদ্যোক্তাদের জন্য প্রয়োজন এ খাতের সফলদের গাইডলাইন ও অভিজ্ঞতা।
আর সেই সুযোগ তৈরি করতেই আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেওনিয়ার’র পৃষ্ঠপোষকতায় ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা বিষয়ক সম্মেলনের ‘নো-বাউন্স কনফারেন্স ২০১৬’ আয়োজন করে ডিজিটাল মার্কেটিং সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ভাস্ট।
শুক্রবার (০২ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে শতাধিক তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল মার্কেটিং প্রফেশনালরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ক্যারিয়ার, সম্ভাবনা ও ব্যবসায় নিয়ে আলোচনা করেন প্রো অ্যাফিলিয়েট মার্কেটার ওবাইদুল ইসলাম রাব্বি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন উদ্যোক্তা ও এসইও কনসালট্যান্ট সজীব রহমান।
অ্যাডসেন্সের সম্ভাবনা, ক্যারিয়ার ও ব্যবসায় উন্নয়নের বিস্তারিত জানান প্রো অ্যাডসেন্স পাবলিশার রুবেল এসবিএস।
কনটেন্ট মার্কেটিংয়ে ক্যারিয়ার, কিভাবে ভালো কনটেন্ট লিখতে হয়, কনটেন্ট লেখার মডেল নিয়ে আলোচনা করেন কপিরাইট ও কনটেন্ট ডেভেলপার সিরাজুম হাসিব। এছাড়া ই-কমার্স ব্যবসা ও বাংলাদেশে ই-কমার্স খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রফেশনাল ফটোগ্রাফার আবু সুফিয়ান নিলাভ।
এরপর দ্বিতীয় পর্বে ইউটিউব মার্কেটিংয়ে নিজেকে সফল করে তুলতে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরেন ডিজিটাল মার্কেটার জাফর হোসেন জাফি। এসময় তিনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, ব্যবসা শুরু, স্টার্টআপের চ্যালেঞ্জ ও তা মোকাবেলা, আইডিয়া পিচ ও তা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ের বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তা ও বিজনেস কনসালট্যান্ট তাফসার আহমেদ।
পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীসহ ফেইসবুক পেইজের মাধ্যমে পাওয়া সরাসরি প্রশ্নের উত্তর দেন আলোচকরা।
আয়োজন সম্পর্কে ডিজিটাল ভাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাফসার আহমেদ বলেন, তরুণ উদ্যোক্তা ও যারা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়তে চায় এবং ব্যবসায় প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্যই এই আয়োজন। আমাদের প্রথম এই আয়োজনটি সফল।
আগামী বছর বড় পরিসরে বিদেশি স্বনামধন্য আলোচকদের অংশগ্রহণে এ ধরণের সম্মেলনের আয়োজন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এসজেডএম