ঢাকা: স্মার্ট বা প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা চালু করতে কুমিল্লায় পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।
সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং এর কারিগরি সহযোগী প্রতিষ্ঠান এপলম্বটেক বিডি’র সাথে চুক্তি সই করেছে অপারেটরটি বলে সোমবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষামূলক এই প্রকল্পটির আওতায় কুমিল্লার বিপিডিবি’র গ্রাহকরা রবি ক্যাশ পয়েন্ট লোগো চিহ্নিত এজেন্টদের কাছে থেকে স্মার্ট বা প্রিপেইড মিটার রিচার্জ করতে পারবেন।
বিপিডিবি’র সিনিয়র সিস্টেম এনালিস্ট রতন কুমার পাল, রবি’র ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান ও এপলম্বটেক’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইফুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এটি